নিউজ ওয়েভ ইন্ডিয়া: চলতি সপ্তাহেই WHO-এর অনুমোদন পেতে চলেছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সূত্রের খবর উল্লেখ করে সংবাদসংস্থা ANI এই খবর জানিয়েছে।
World Health Organisation (WHO) nod for Bharat Biotech’s #COVID19 vaccine, Covaxin is expected this week: Sources pic.twitter.com/IYE9qkfHtb
— ANI (@ANI) September 13, 2021
অনুমোদন পাওয়ার জন্য জুলাই মাসেই সমস্ত প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছিল। কিছুদিন আগেই ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল, তাদের তৈরি ভ্যাকসিনের শীঘ্রই WHO-এর অনুমোদন পাওয়ার আশা রয়েছে। WHO-এর অনুমোদনের জন্য সংস্থার পাশাপাশি কেন্দ্র কয়েকমাস ধরে অপেক্ষা করছিল। তার কারণ, Covaxin ডোজ নেওয়া কোনও ভারতীয় নাগরিককে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছিল না।
ভারত বায়োটেকের ভ্যাকসিন Covaxin দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেলেও এখন পর্যন্ত কোনও ইউরোপীয় দেশ এই ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। করোনা ঠেকাতে বিশ্বের সব দেশই কঠোর পদক্ষেপ নিয়েছে। তাই Covaxin, WHO-এর ছাড়পত্র না পেলে সমস্যা হচ্ছিল। এই ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে যাঁরা এই ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা প্রতিটি দেশে যেতে পারবেন।