নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভোট পরবর্তী হিংসায় BJP কর্মী খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল CBI। অভিযুক্তকে হুগলি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। সোমবার তাকে বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিন CBI হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গণনার দিন সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে বোলপুর বিধানসভার ইলামবাজার থানার গোপালনগর গ্রাম। ওই গ্রামের বাসিন্দা BJP কর্মী গৌরব সরকার (২৯) কে বাড়ির সামনে রাস্তায় ফেলে বেধড়ক মারে কয়েকজন দুষ্কৃতী। দাদাকে বাঁচাতে গেলে ভাই সৌরভকেও মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গৌরবের। ভাইকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সে সুস্থ হয়ে বাড়ি ফেরে। BJP প্রথম থেকেই এই খুন রাজনৈতিক কারণে বলে দাবি করে আসছে। একই দাবি ছিল পরিবারের।
খুনের ঘটনায় CBI দিলীপ মির্ধা ওরফে গোনাকে গ্রেফতার করে হুগলি শেওড়াফুলি থেকে। সেও একই গ্রামের বাসিন্দা। গৌরব সরকারের পরিবারের পক্ষ থেকে ইলামবাজার থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে দিলীপের নাম ছিল বলে জানা গিয়েছে। পুলিশ এতদিন তাকে খুঁজে পাচ্ছিল না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর বেশ কয়েকবার গোপাল নগর গ্রামে যায়। অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। কিন্তু তাতেও রেহাই মেলেনি। শেষ পর্যন্ত দিলীপকে হুগলির শেওড়াফুলি থেকে গ্রেফতার করে CBI। তদন্তের স্বার্থে CBI তাকে পাঁচদিন হেফাজতে চেয়ে আবেদন করে আদালতের কাছে। বিচারক চারদিন CBI হেফাজত মঞ্জুর করে। যদিও ধৃতের কোনও রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।