নিউজ ওয়েভ ইন্ডিয়া: সুটকেস ভর্তি ডলার। ছড়িয়ে রয়েছে ঘরে। তালিবানের দাবি, 6.5 মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে পলাতক আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে। এমনই একটি চোখ কপালে তুলে দেওয়া ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
🇦🇫 #Taliban claim they found US $ 6.5 million during a search of the home of former Afghan Vice President #AmrullahSaleh pic.twitter.com/TzxMVWAlzI
— MAK (@_Nation92) September 13, 2021
আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বর্তমানে কোথায় আছেন কেউ জানেন না। শোনা যাচ্ছে তিনি পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।
২০২১ সালের ১৫ আগস্ট তালিবান কাবুলের দখল নেয়। রাশিয়ার একটি সংবাদ মাধ্যমের দাবি, বিমানভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। সেইসময় ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ-ও কাবুল ছেড়ে পালিয়ে যান। তবে তিনি দেশ না ছেড়ে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি পাঞ্চশিরে আশ্রয় নেন। সেখান থেকে তালেবানের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন তিনি। একইসঙ্গে নিজেকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন। সম্প্রতি পাঞ্জশিরেরও দখল নিয়ে নেয় তালিবান। এখনও আমরুল্লাহ সালেহর কোনও খোঁজ পাওয়া যায়নি।