Share it

স্ত্রী রুজিলাকে CBI নোটিস পাঠানো নিয়ে পালটা হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের আইন ব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে জানিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ এক টুইট বার্তায় বলেন, যাঁরা ভাবছেন, এভাবে তাঁকে ভয় দেখানো যাবে, তাঁরা ভুল করছেন। তিনি কাপুরুষ নন। এসবের কাছে কোনওভাবেই মাথা নত করবেন না।


কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরার নোটিস ধরাতে রবিবার সাংসদের বাড়িতে যায় CBI। ১০ মিনিট সেখানে ছিলেন CBI আধিকারিকরা। এদিন বেলা পৌনে দুটো নাগাদ CBI-এর পাঁচ জনের একটি দল পৌঁছয় ‘১৮৮ শান্তিনিকেতন’-এ। রবিবারই রুজিরা নারুলাকে সাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়ে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এরআগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যুব সভাপতির দায়ের করা ওই মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করেছে সল্টলেকের একটি বিশেষ আদালত। রাজনৈতিক মহলের ধারনা, সেই সমনের জবাব দিতেই পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।

Share it