এবার সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমগুলির ওপর নজরদারি রাখতে একগুচ্ছ নিয়মাবলির কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া ও OTT প্ল্যাটফর্মের কনটেন্টের উপর বিশেষ নজর রাখা হবে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও রবিশঙ্কর প্রসাদ।
Social media platforms upon being asked either by a court order or a govt authority will be required to disclose the first originator of mischievous tweet or message as the case may be: Union Electronics and Information Technology Minister Ravi Shankar Prasad (1/2) pic.twitter.com/PLIxLJdVtg
— ANI (@ANI) February 25, 2021
সাংবাদিক বৈঠকে জাভড়েকর জানান, নিজেদের কনটেন্টের রেটিং OTT প্ল্যাটফর্মগুলি নিজেরাই করতে পারবে। দর্শকদের বয়সের ভিত্তিতে U, U/A 7+, U/A 13+, U/A 16+, A -এই পাঁচটি বিভাগে তারা নিজেদের কনটেন্ট সার্টিফাই করতে পারবে।
Every social media platforms are welcome in India but there shouldn't be double standards. If attack takes place on Capitol Hill, then SM supports police action but if there's aggressive attack on Red Fort, then you've double standards. This is plainly not acceptable: RS Prasad pic.twitter.com/FPLGyawNIn
— ANI (@ANI) February 25, 2021
ইনফরমেশন টেকনলজি রুলস ২০২১ অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন বয়স ভিত্তিক কনটেন্টে অভিভাবকদের জন্য লক সিস্টেমের সুবিধে রাখতে হবে। ছোটোদের সুরক্ষার জন্যই এই নিয়ম। কম বয়সী ছেলেমেয়েরা বড়দের মোবাইল ঘাটতে গিয়ে যাতে সব ধরনের কনটেন্ট খুলতে না পারে সেজন্য ওটিটি-তে রাখতে হবে প্যারেন্টাল লক সিস্টেম।
Social media platforms must have a provision for the voluntary verification mechanism of the users: Union Minister Ravi Shankar Prasad pic.twitter.com/8bPaa6O2jh
— ANI (@ANI) February 25, 2021
কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে বিতর্কিত পোস্ট যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করে ফেলতে হবে। এজন্য সর্বোচ্চ সময়সীমাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বলা হয়েছে, ৩৬ ঘণ্টার মধ্যে ডিলিট করতে হবে ওই পোস্ট।
Social media platforms on being asked either by court or govt authority will be required to disclose 1st originator of mischievous tweet or message. This should be in relation to sovereignty of India, security of state, relations with foreign states, rape etc: Union Min RS Prasad pic.twitter.com/tU1GhO3ueN
— ANI (@ANI) February 25, 2021
এছাড়া আরও বলা হয়েছে, কোনও বিতর্কিত পোস্ট নিয়ে তদন্ত হলে সোশ্যাল মিডিয়াগুলিকে তাতে সহযোগিতা করতে হবে। কেন্দ্রের তরফে নোটিস পেলে ৭২ ঘণ্টার মধ্যে তদন্তে নামতে হবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। ওই বিতর্কিত পোস্টটির উৎস সন্ধান করে তা যত দ্রুত সম্ভব মুছে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে।
For OTT, there should be self-classification of content — 13+, 16+ and A categories. There has to be a mechanism of parental lock and ensuring compliance that children don't see that: Union Minister Prakash Javadekar pic.twitter.com/3wes5FMzR5
— ANI (@ANI) February 25, 2021
প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগ করতে হবে। তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এই কর্মকর্তাকে। পাশাপাশি প্রতিটি ডিজিটাল মিডিয়া ও OTT-এর জন্য একটি করে কমিটিও তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটির মাথায় থাকবেন একজন অবসর প্রাপ্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি।
Empowering ordinary users of social media. Must have robust grievance redressal mechanism instituting complaint within 24 hrs&redressal in 15 days. Must have chief compliance officer,nodal contact person&resident grievance officer for significant social media: Union Min RS Prasad pic.twitter.com/8tLrvIbbXU
— ANI (@ANI) February 25, 2021
এছাড়াও কোনও ছবি বা বিষয়ের বিরুদ্ধে যদি দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে, তা হলে অবিলম্বে তার উৎস বের করে অভিযুক্তকে চিহ্নিত করতে হবে। OTT ও ফেক নিউজের ক্ষেত্রেও একই নির্দেশিকা প্রযোজ্য।