ডিজিটাল মিডিয়ায় নজরদারি চালাবে কেন্দ্র
Share it

এবার সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমগুলির ওপর নজরদারি রাখতে একগুচ্ছ নিয়মাবলির কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া ও OTT প্ল্যাটফর্মের কনটেন্টের উপর বিশেষ নজর রাখা হবে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও রবিশঙ্কর প্রসাদ।


সাংবাদিক বৈঠকে জাভড়েকর জানান, নিজেদের কনটেন্টের রেটিং OTT প্ল্যাটফর্মগুলি নিজেরাই করতে পারবে। দর্শকদের বয়সের ভিত্তিতে U, U/A 7+, U/A 13+, U/A 16+, A -এই পাঁচটি বিভাগে তারা নিজেদের কনটেন্ট সার্টিফাই করতে পারবে।


ইনফরমেশন টেকনলজি রুলস ২০২১ অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন বয়স ভিত্তিক কনটেন্টে অভিভাবকদের জন্য লক সিস্টেমের সুবিধে রাখতে হবে। ছোটোদের সুরক্ষার জন্যই এই নিয়ম। কম বয়সী ছেলেমেয়েরা বড়দের মোবাইল ঘাটতে গিয়ে যাতে সব ধরনের কনটেন্ট খুলতে না পারে সেজন্য ওটিটি-তে রাখতে হবে প্যারেন্টাল লক সিস্টেম।


কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে বিতর্কিত পোস্ট যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করে ফেলতে হবে। এজন্য সর্বোচ্চ সময়সীমাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বলা হয়েছে, ৩৬ ঘণ্টার মধ্যে ডিলিট করতে হবে ওই পোস্ট।


এছাড়া আরও বলা হয়েছে, কোনও বিতর্কিত পোস্ট নিয়ে তদন্ত হলে সোশ্যাল মিডিয়াগুলিকে তাতে সহযোগিতা করতে হবে। কেন্দ্রের তরফে নোটিস পেলে ৭২ ঘণ্টার মধ্যে তদন্তে নামতে হবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। ওই বিতর্কিত পোস্টটির উৎস সন্ধান করে তা যত দ্রুত সম্ভব মুছে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে।


প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগ করতে হবে। তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এই কর্মকর্তাকে। পাশাপাশি প্রতিটি ডিজিটাল মিডিয়া ও OTT-এর জন্য একটি করে কমিটিও তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটির মাথায় থাকবেন একজন অবসর প্রাপ্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি।


এছাড়াও কোনও ছবি বা বিষয়ের বিরুদ্ধে যদি দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে, তা হলে অবিলম্বে তার উৎস বের করে অভিযুক্তকে চিহ্নিত করতে হবে। OTT ও ফেক নিউজের ক্ষেত্রেও একই নির্দেশিকা প্রযোজ্য।

Share it