ইলেকশন কমিশন
Share it

আজই ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে এ নিয়ে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ ছাড়াও আর বাকি যে চার রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে সেগুলি হল কেরল, তামিলনাড়ু, পুদুচ্চেরি এবং অসম।


কমিশন সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে নির্বাচনী নির্ঘণ্ট জানানো হতে পারে। ভোট হবে পশ্চিমবঙ্গের ২৯৪ আসন, তামিলনাড়ুর ২৩৪ আসন, পুদুচেরির ৩০ আসন, কেরলে ১৪০ ও অসমের ১২৬ আসনে।

সূত্রের খবর, বিহার ভোটের মডেল অনুসরণ করে বাংলায় ৬ থেকে ৭ দফায় বিধানসভা নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই রাজ্যে এসেছে বেশ কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী। রুট মার্চও শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনে রাজ্যে আরও আধা সামরিক বাহিনী আসছে।

Share it