রাজ্যে ৮ দফায় নির্বাচন ঘোষণা
Share it

চার রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এই বছর পশ্চিমবঙ্গে ২৯৪টি, অসমে ১২৬টি, তামিলনাড়ু ২৩৪টি, কেরালা ১৪০, পুদুচেরির ৩০টি আসনে ভোট রয়েছে। করোনা বিধি মেনেই ভোট নেওয়া হবে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।


সাংবাদিক বৈঠকের শুরুতেই দেশের COVID যোদ্ধা, চিকিৎসক, নার্স, গবেষক, বৈজ্ঞানিক ও নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জানান, করোনা পরিস্থিতিতে বিহারে ভোট করা কঠিন ছিল। তা সত্ত্বেও বিহারে ভোট দানের হার ছিল ৫৭.৩৪ শতাংশ।


নির্বাচন কমিশন জানিয়েছে, এবার পশ্চিমবঙ্গে ভোট হবে ৮ দফায়। ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন হবে এ রাজ্যে। ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে নির্বাচন রাজ্যে। আসনগুলি হল- পুরুলিয়া (৯), বাঁকুড়া (৪), ঝাড়গ্রাম (৪), পশ্চিম মেদিনীপুর (৬), পূর্ব মেদিনীপুর (৭)।


১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৩০টি আসনে। আসনগুলি হল- বাঁকুড়া (৮), পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), দক্ষিণ ২৪ পরগনা (৪)।


৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে ভোটগ্রহণ। আসনগুলি হল- হাওড়া (৭), হুগলি (৮), দক্ষিণ ২৪ পরগনা (১৬)।


চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোটগ্রহণ ৪৪টি আসনে। আসনগুলি হল- হাওড়া (৯), হুগলি (১০), দক্ষিণ ২৪ পরগনা (১১), আলিপুরদুয়ার (৫), কোচবিহার (৯)।


১৭ এপ্রিল পঞ্চম দফায় ভোটগ্রহণ ৪৫টি আসনে। আসনগুলি হল- উত্তর ২৪ পরগনা (১৬), নদিয়া (৮), পূর্ব বর্ধমান (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫), কালিম্পং (১)।


রাজ্যে ষষ্ঠ দফার ৪৩ আসনে ভোট ২২ এপ্রিল। আসনগুলি হল- উত্তর ২৪ পরগনা (১৭), নদিয়া (৯), পূর্ব বর্ধমান (৮), উত্তর দিনাজপুর (৯)।


৩৬ আসনে সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল। আসনগুলি হল- মালদহ (৬), মুর্শিদাবাদ (১১), পশ্চিম বর্ধমান (৯), কলকাতা (৪), দক্ষিণ দিনাজপুর (৬)।


২৯ এপ্রিল অষ্টম দফার ভোট ৩৫ আসনে। আসনগুলি হল- মালদহ (৬), মুর্শিদাবাদ (১১), বীরভূম (১১), কলকাতা (৭)। পশ্চিমবঙ্গ সহ সবকটি রাজ্যেই ফলাফল ঘোষণা হবে ২ মে।


সুনীল অরোরা জানিয়েছেন, পুদুচেরি ও তামিলনাড়ু ও কেরলে একইদিনে ভোট ৬ এপ্রিল। অসমে ২৭ মার্চ থেকে ৩ দফায় ভোট। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, এ বছর পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকবে। অর্থাৎ এবারে পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি পেয়েছে।

Share it