সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক থেকে বিরোধী সব শিবিরেই চলছে প্রার্থী তালিকা প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি। এই পরিস্থিতিতে সোমবার শহরে আসছেন লালুপ্রসাদ যাদবের ছেলে RJD নেতা তেজস্বী যাদব। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা করার কথা।

রাজনৈতিক মহলের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেই কলকাতায় আসছেন লালুপুত্র। আসন বণ্টন নিয়েও কথা হতে পারে তাঁদের মধ্যে। আগেই তেজস্বী যাদব জানিয়ে ছিলেন পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের (TMC) হাত ধরতে চায় তাঁর রাষ্ট্রীয় জনতা দল (RJD)।

পাশাপাশি সোমবারই দলের নির্বাচনী কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে প্রার্থীতালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। এই আবহে মমতা-তেজস্বী সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

Share it