করোনা টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Share it

করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার সকালে দিল্লিতে AIIMS হাসপাতালে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) প্রথম ডোজ নিলেন। তারপর এনিয়ে টুইটও করেন প্রধানমন্ত্রী।


টিকা নেওয়ার ছবি টুইট করে তিনি লেখেন, “AIIMS-এ আমি COVID-19 ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। COVID-19 এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে শক্তিশালী করতে আমাদের চিকিৎসক ও বৈজ্ঞানিকরা যেভাবে কম সময়ের মধ্যে কাজ করেছেন তা উল্লেখযোগ্য। যাঁরা ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত তাঁদের সবার কাছে আমার আবেদন আসুন আমরা কোভিড ১৯ মুক্ত ভারত গড়ে তুলি।”


উল্লেখ্য, ভারত বায়োটেক ও ICMR-এর যৌথ উদ্যোগে দেশে প্রস্তুত কোভ্যাক্সিন (Covaxin) নামের করোনা টিকা নেন প্রধানমন্ত্রী।
AIIMS-এ তাঁকে টিকা প্রদান করেন পুদুচেরির বাসিন্দা সিস্টার পি নিভেদা (Sister P Niveda), দ্বিতীয় যে নার্স উপস্থিত ছিলেন তিনি কেরালার বাসিন্দা বলে সংবাদসংস্থা ANI সূত্রে জানা গেছে।

টিকা নেওয়ার সময় প্রধানমন্ত্রীকে অসমের গামছা জড়িয়ে থাকতে দেখা গেছে। অতীতেও বিভিন্ন অনুষ্ঠানে পূর্ব ভারতের এই বিশেষ বস্ত্রটি পরিধান করতে দেখে গেছে প্রধানমন্ত্রীকে।

Share it