সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশ
Share it

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও ISF-কে সঙ্গে নিয়ে বাংলায় ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখাতে শুরু করল বামেরা। রবিবার সকাল থেকেই কলকাতার রাজপথ ঢেকে যায় লাল ঝান্ডায়। চোখে পড়েছে কংগ্রেসের তিরঙ্গা পতাকাও। একদিনে ‘টুম্পা’ গানে ব্রিগেড ভরানোর বার্তা, অন্যদিকে শিক্ষা-কর্মসংস্থানের প্রতিশ্রুতি। জনসমাগমের মাপকাঠিতে ধরা হলে সেদিক থেকে সফল রবিবাসরীয় ব্রিগেড।


সমাবেশ মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, অধীর চৌধুরী, আবদুল মান্নান, ডি রাজা, ভূপেশ বাঘেল-সহ অনেকেই। ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকিও। ভীড় থেকে উচ্ছ্বসিত বিমান বসু বলেন, যাঁরা বলেন, বামেদের দূরবীন দিয়ে দেখতে হয়, তাঁরা আজকের সমাবেশের দিকে তাকিয়ে দেখুন। এই ভীড়কে ঐতিহাসিক বলেও দাবি করেন বরিষ্ঠ বাম নেতা।


সূর্যকান্ত মিশ্র বলেন, মানুষকে নিয়েই বিকল্পের জন্য এই লড়াই চালাতে হবে। তৃণমূল পুরো দলটাই এখন বিজেপি হয়ে গেছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষের তির ছুঁড়ে দেন তিনি। সাধারণ মানুষের খাদ্যের নিরাপত্তার পাশাপাশি রাজ্যে সব শূন্যপদে ১ বছরের মধ্যে নিয়োগের দাবিও জানান CPIM-এর রাজ্য সম্পাদক।


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, যারা আগামী নির্বাচনকে বোঝাতে চাইছে তৃণমূল এবং বিজেপির লড়াই, তাদের মিথ্যা প্রমাণ করে দিয়েছে এই সমাবেশ। বাংলায় সাম্প্রদায়িক BJP-র আগ্রাসন রোখার পাশাপাশি তৃণমূলের অপশাসনকেও রুখে দেওয়ার বার্তা দেন অধীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে রাজ্যে ফেরাতে টালবাহানা করেছেন। ‘করোনা এক্সপ্রেস’ নাম দিয়েছেন। এই অপমান পরিযায়ী শ্রমিকরা ভুলবে না। পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূলবৃদ্ধি নিয়ে কেন্দ্রকেও তোপ দাগেন তিনি।


আগামী দিনে রাজ্য থেকে মমতা সরকার ও BJP-কে উৎখাত করার ডাক দেন ISF নেতা আব্বাস সিদ্দিকি। তবে তিনি তাঁর বক্তব্যে একাধিকবার বাম নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের নাম নিলেও কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নাম একবারও উচ্চারণ করেননি।


সীতারাম ইয়েচুরি বলেন, ব্রিগেডের সমাবেশ বোঝাচ্ছে, বাংলায় পরিবর্তন আনবে এই সংযুক্ত মোর্চা। কেন্দ্রকে তোপ দেগে বলেন, দিল্লিতে কৃষক আন্দোলন চলছে, অনেকে শহিদ হয়েছেন, কিন্তু মোদীর ভ্রূক্ষেপ নেই। বিজেপি ও তৃণমূল যে একই সেকথাও জনতার সামনে তাঁর বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেন ইয়েচুরি।

Share it