প্রশান্ত কিশোরের টুইট
Share it

সদ্য ঘোষণা হয়েছে নির্বাচনী নির্ঘণ্ট। আর এরই মধ্যে রাজ্যে ভোট-উত্তাপ বাড়িয়ে দিলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। ফের BJP-কে তোপ দেগে বললেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর এই ভোটে দুই অঙ্ক পেরোবে না ভারতীয় জনতা পার্টি।”


প্রসঙ্গত, ডিসেম্বর মাসে একটই টুইট করে প্রশান্ত কিশোর বলেছিলেন, “দুই অঙ্কের বেশি এগোবে না BJP। এর থেকে ভালো ফল করলে তিনি নিজের জায়গা ছেড়ে দেব। আমার এই টুইটটা সেভ করে রাখুন।” এদিন সেই টুইটকেই পদ্মশিবিরকে নতুন করে স্মরণ করিয়ে দিলেন পিকে।


শনিবার সকালে টুইটে পিকে লেখেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। ঠিক সময়েই তাঁরা বার্তা দিয়ে দেবেন। ২ মে আমার আগের টুইটটি-র কথা মনে রাখবেন।”

২০২১-এর নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা ঢের আগেই বঙ্গজুড়ে শুরু হয়ে গেছে প্রচার পাল্টা প্রচারের পালা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে বলেছেন, বাংলায় ২০০-রও বেশি আসন পাবে বিজেপি। তারই প্রত্যুত্তরে টুইট করেন পিকে। সেখানে তিনি বলেন, বিজেপির আসন সংখ্যা দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না।

Share it