“কাদের সুবিধা পাইয়ে দিতে আট দফায় ভোট?” সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা শুক্রবার বিকেলে দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নির্বাচন ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
Centre can't misuse their powers for a State election. If they do it, then, it will be a big blunder. then, they will have to face the music. We are common people, we will fight our battle. Request EC to stop misuse of money. BJP has sent money to all Dist through agencies: WB CM pic.twitter.com/suvjjuMnO2
— ANI (@ANI) February 26, 2021
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখে মনে হচ্ছে এই ভোটসূচি নরেন্দ্র মোদী ও অমিত শাহের কথায় হয়েছে। BJP পার্টি অফিস থেকে যে তালিকা তৈরি করা হয়েছিল, তার সঙ্গে এই দিন ঘোষণার হুবহু মিল।” প্রসঙ্গত, ২০১৬ সালে এ রাজ্যে নির্বাচন হয়েছিল ৭ দফায়। এবার তাকেও ছাপিয়ে গেল নির্ঘণ্ট।
I respect EC's decision, but why break-up the districts. South 24 Parganas is our stronghold, voting there will be held in 3 different phases. Has this been done as per Modi and Shah's convenience?: West Bengal CM Mamata Banerjee on poll schedule pic.twitter.com/0WUzmYlXup
— ANI (@ANI) February 26, 2021
এবার এক একটি জেলাকে তিন ভাগে ভাগ করে নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। সেই প্রসঙ্গেই মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “দক্ষিণ ২৪ পরগনায় আমাদের সংগঠন মজবুত। তাই সেখানে ৩ দফায় ভোট করা হচ্ছে। কাদের সুবিধা পাইয়ে দিতে এইভাবে ভোট হচ্ছে তা বোঝাই যাচ্ছে।”
I request the Election Commission to consider West Bengal as their own state, not through the eyes of BJP: West Bengal CM Mamata Banerjee
— ANI (@ANI) February 26, 2021
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল,চতুর্থ দফা ১০ এপ্রিল,পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গ সহ সবকটি রাজ্যেই ফলাফল ঘোষণা হবে ২ মে।