BJP -তে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী
Share it

প্রত্য়াশামতোই BJP-তে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। শনিবার দিল্লিতে BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখালেন সদ্য তৃণমূলত্যাগী এই প্রাক্তন সাংসদ।


১২ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। সেখানে তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, “…আমার দমবন্ধ হয়ে আসছিল। রাজ্যে হিংসা নিয়ে কিছু করতে পারছিলাম না। আমার অন্তরাত্মা বলল, এখানে বসে যখন কিছুই করতে পারছি না, তখন ইস্তফাই দেওয়া উচিত…।”

এরপরেই তাঁর BJP-তে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। প্রবীন এই রাজনীতিবিদের জন্য দরজা খোলা বলে তাঁকে অগ্রিম স্বাগত জানিয়ে রেখেছিল BJP নেতৃত্বও। তৃণমূল কংগ্রেসকে পাল্টা তোপ দেগে কৈলাশ বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষের মতো নেতারা বলেছিলেন, সৎ রাজনীতিবিদদের তৃণমূলে থাকা সম্ভব নয়।

এবারের বিধানসভা নির্বাচনে দীনেশ ত্রিবেদীর প্রার্থী হওয়া নিয়ে এবার জল্পনা আরও বাড়ল। ৭ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় তিনি থাকতে পারেন। এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি BJP। সেক্ষেত্রে দীনেশ ত্রিবেদীকে কোন কেন্দ্র থেকে দাঁড় করায় গেরুয়া শিবির সেদিকেই লক্ষ্য থাকবে রাজ্যবাসীর।

Share it