মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

নিয়মিত রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে লুঠ করছে মোদী সরকার। শিলিগুড়িতে মহামিছিলের আগেই টুইট-বোমা ফাটিয়ে এভাবেই রাজ্য রাজনীতি আবহাওয়ার পারদ আরও চড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রবিবার সকালে মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘নিয়মিত রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে লুঠ করছে BJP। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বাড়ির মহিলারা। এরপরেও কেন্দ্রীয় সরকার কর ছাড় দিয়ে খরচের ভার লাঘব করার চেষ্টা করছে না। এর প্রতিবাদে আমি রবিবার শিলিগুড়িতে মিছিলে হাঁটব। এখনই রান্নার গ্যাসের দাম কমাতে হবে।’


রবিবার দার্জিলিং ম্যাল থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন নুসরত জাহান, চন্দ্রিমা ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদাররা।

গত কয়েকদিন ধরে দফায় দফায় বেড়েছে রান্নার গ্যাসের দাম। সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে। দাম বেড়েছে পেট্রোল, ডিজেল সহ অন্য়ান্য পেট্রোপণ্য়েরও। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধিকে ইস্যু করেই ভোটারদের মনজয়ের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share it