চলতি মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হচ্ছে এপ্রিল মাসে। রবিবার IPL-এর দিনক্ষণ ঘোষণা করল IPL গভর্নিং কাউন্সিল। ঘুরিয়ে ফিরিয়ে দেশের ছটি স্টেডিয়ামে ৯ এপ্রিল থেকে শুরু হবে খেলা। শুরুতেই চেন্নাইয়ে আগের বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের (MI) মুখোমুখি হতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB)।
🚨 BCCI announces schedule for VIVO IPL 2021 🚨
The season will kickstart on 9th April in Chennai and the final will take place on May 30th at the Narendra Modi Stadium, Ahmedabad.
More details here – https://t.co/yKxJujGGcD #VIVOIPL pic.twitter.com/qfaKS6prAJ
— IndianPremierLeague (@IPL) March 7, 2021
রবিবার বিবৃতি দিয়ে BCCI জানিয়েছে, “প্রায় দু-বছর পর আবার ঘরোয়া ময়দানে ফিরতে চলেছে IPL-এর উন্মাদনা। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বই ও কলকাতায়।”
১৪-তম IPL-এর ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩০ মে ফাইনাল ম্যাচের দিন চূড়ান্ত করা হয়েছে।