Mamata Banerjee
Share it

নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার জন্য হলদিয়া মহকুমাশাসকের দফতরে বুধবার দুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্জুশ্রী মোড় থেকে পদযাত্রা করে মহকুমাশাসকের দফতরের উদ্দেশে যাত্রা করেন তিনি। তৃণমূল নেত্রীর সঙ্গে ছিলেন দলের অসংখ্য সমর্থক এবং স্থানীয় মানুষ।


মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন শেখ সুফিয়ান, সুব্রত বক্সি। সকালে নন্দীগ্রামে তাঁর বাড়ি থেকে বেরিয়ে জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান। সেখানে আরতিও করেন তৃণমূল সুপ্রিমো। এরপরই হেলিকপ্টারে চেপে হলদিয়ার উদ্দেশে রওনা দেন। হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে ১ কিলোমিটারেরও বেশি রাস্তা পদযাত্রা করেন তিনি। এরপর মহকুমা শাসকের দফতরে ঢুকে ১টা ৪৮ মিনিটে তাঁর মনোনয়ন পত্র জমা দেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী।


এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনোনয়ন পেশের প্রস্তুতি নিচ্ছেন, তখন নন্দীগ্রামেরই অপর প্রান্তে BJP-এর একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হবে এবার নির্বাচনের যাবতীয় কাজ। তার আগে নন্দীগ্রামে একটি রোড শো করেন বিজেপি প্রার্থী।


অন্যদিকে, এই কেন্দ্রে এখনও সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি। সূত্রের খবর, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থীর নামও আজ ঘোষণা করা হতে পারে। তবে নন্দীগ্রাম আসনটি বামেদের ছেড়ে দিয়েছে ISF। উপযুক্ত প্রার্থীর অভাবে এই আসনে তারা প্রার্থী দেবে না বলে আগেই জানিয়েছিল।

Share it