সুপ্রিম কোর্ট
Share it

রাজ্যে আট দফায় নির্বাচনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে খারিজ করা হয়েছে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিষিদ্ধ করার আবেদনও।

পশ্চিমবঙ্গে এ যাবৎ সবচেয়ে দীর্ঘতম বিধানসভা নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী মনোহর লাল শর্মা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সেই মামলাটি খারিজ করে দেয়।

প্রধান বিচারপতি অরবিন্দ বোবদে ছাড়াও ডিভিশন বেঞ্চের অপর দুই বিচারপতি ছিলেন এ এস বোপান্না ও ভি রামাসুব্রহ্মনিয়াম। একইসঙ্গে BJP-এর ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়েও CBI তদন্তের দাবি নাকচ করে দেয় ডিভিশন বেঞ্চ।

আইনজীবী মনোহর লাল শর্মা তাঁর আবেদনে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন ভারতীয় সংবিধানের 14 ও 21 নম্বর ধারা লঙ্ঘন করছে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। একই সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়েও CBI তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

Share it