স্ট্র্যান্ড রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপ্রতি ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর। এবং গুরুতর আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
West Bengal: Fire breaks out on the 13th floor of a multi- storey building at Strand road in Kolkata. 8 fire tenders reach the spot. More details awaited pic.twitter.com/DLzrmBZDkF
— ANI (@ANI) March 8, 2021
টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। এই শোকের সময় আমি শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
Saddened by the loss of lives due to the fire tragedy in Kolkata. In this hour of sadness, my thoughts are with the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) March 9, 2021
এদিকে ১০ ঘণ্টার চেষ্টায় সোমবার সন্ধ্যায় পূর্ব রেলের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। বিধ্বংসী আগুনে প্রাণ যায় দমকল, রেল ও পুলিশ আধিকারিক সহ ৯ জনের। এদের মধ্যে ৮ জনকে এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। এঁরা হলেন, রেল আধিকারিক পার্থসারথি মণ্ডল, RPF কনস্টেবল সঞ্জয় সাহানি, দমকল আধিকারিক গিরিশ দে ও তিন দমকল কর্মী গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার ASI অমিত ভাওয়াল ও রেল কর্মী সারান পাণ্ডে।
PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Kolkata. Rs. 50,000 would be given to those seriously injured.
— PMO India (@PMOIndia) March 9, 2021
আগুন লাগার খবর পেয়ে গতকাল রাত ১১.২০ নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শন করে রেলের অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। গভীর রাত পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সেখানেই মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
The property belongs to railways, it's their responsibility but they were unable to provide map of building. I don't want to do politics over the tragedy but no one from railways has come here: West Bengal Chief Minister Mamata Banerjee at #kolkatafire incident site last night pic.twitter.com/KCaRyZgpWy
— ANI (@ANI) March 8, 2021
সোমবার সন্ধে ৬টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে স্ট্র্যান্ড রোড স্থিত পূর্ব রেলের দফতরের ১৩ তলায়। অত উচ্চতায় আগুনের লেলিহান শিখাকে বাগে আনতে আনা হয় অত্যন্ত অত্যাধুনিক হাইড্রলিক ল্যাডার ব্রন্টোস্কাইলিড এফ-৫৫। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টির বেশি ইঞ্জিন। এরই মধ্যে আগুন নেভাতে লিফটে চড়ে ১৩ তলায় উঠছিলেন চার দমকল কর্মী, হেয়ার স্ট্রিট থানার ASI ও রেল আধিকারিক। সেখানেই অত্যধিক তাপে ঝলসে যান তাঁরা।