মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

একদিকে যখন ব্রিগেডে তৃণমূল সরকারকে তোপ দেগে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন শিলিগুড়ির পথে রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনাকে খোঁচা দিয়ে মমতার সংযোজন, “মা-বোনেদের মুখে হাসি কেড়ে নিয়েছেন। গ্যাসের দাম প্রায় ৯০০ টাকায় ঠেকেছে। মনে রাখবেন মা-বোনেদের কষ্ট দিলে ভাই-ছেলেরা ছেড়ে কথা বলবে না।”


পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটেন তৃণমূলনেত্রী। দুপুর দুটো নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তাঁর সঙ্গে ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার ও অন্যান্যরা।


প্রধানমন্ত্রীর বাংলা বলা নিয়েও তাঁকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “মোদী Teleprompter-এ টুকে নিয়ে এসে সব বলেন।” ডেমো দেখিয়ে বলেন, “একটা স্বচ্ছ কাচের মতো জায়গায় লেখাটা থাকে। লোকে ভাবে কী বাংলাই না বলছে। ওটা আসলে গুজরাতিতে বাংলা লিখে এনে বলেন।”


হাথরাস ধর্ষণ ও খুনের কাণ্ড নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। মমতা বলেন, “এই রজ্যে মহিলাদের উপর অত্যাচারের কথা বলছেন, আর আপনাদের রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। বড় বড় কথা বলতে লজ্জা করে না?”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “দেশের সব কিছু বিক্রি করে দিচ্ছেন। এবার দেশের নাম নিজের নামে করে নেবেন। আমার লজ্জা লাগে। কোভিডে রাজ্যে এতো মানুষ মারা গেল, এতো সমস্যা হল, একদিনের জন্যও প্রধানমন্ত্রী দেখতে আসেননি। ভয় পেয়ে ভার্চুয়াল মিটিং করতেন। আমি সেই সময় সব জায়গায় ঘুরে নজর রেখেছি। কোভিডের টিকায় মোদির মুখের ছবি দেওয়া হয়েছে, রাস্তা, বাড়ি সব প্রধানমন্ত্রীর নামে। একদম যাবেন না ওনার কাছে। সবচেয়ে বড় তোলাবাজ মোদি। রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজ্জ্বলা যোজনায় দূর্নীতি হয়েছে। সারা ভারত একটি সিন্ডিকেটের কথা জানে, মোদি-শাহ সিন্ডিকেট।”

Share it