Share it

“আমি জল ঢোড়া নই, আমি বেলে বোড়া নই। আমি হলাম জাত গোখরো। এক কামড়েই শেষ হয়ে যাবেন। তাই এখন মনে রাখুন নতুন স্লোগান – এক ছোবলে ছবি।” গেরুয়া শিবিরে যোগ দিয়ে আম জনতার উদ্দেশে একথাই বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।


সেইসঙ্গে’মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ – জনসভার মঞ্চ থেকে নিজের সিনেমার জনপ্রিয় ডায়ালগও শোনাতে দেখা যায় মিঠুনকে। তারপরই আম জনতাকে নতুন স্লোগান ‘এক ছোবলে ছবি’ মনে রাখার আর্জি জানান তিনি।


উল্লেখ্য, আগে থেকেই জল্পনা ছিলই। সেইমতো রবিবার ময়দানে BJP-র ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনসভায় গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।


এরপর BJP-তে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। তখন সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, “১২ মার্চ থেকে প্রচার শুরু হবে। আমিও থাকব। আপনি যদি ফাটাকেষ্ট (ফিল্ম সিরিজ) দেখে থাকেন তাহলে জানবেন।”

Share it