আহত মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

নন্দীগ্রামে প্রচারের সময় আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রেয়াপাড়ার একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় তাঁকে কয়েকজন ধাক্কা মারে বলে অভিযোগ।


ভারসাম্য সামলাতে না পেরে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চোট পেয়েছেন পায়ে। তড়িঘড়ি প্রচার স্থগিত রেখে তাঁকে ফিরিয়ে আনা হয় কলকাতায়। গোটা ঘটনাটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।


শুধু পায়ে চোট নয়, মুখ্যমন্ত্রীর আঘাত লেগেছে মাথাতেও। জানা গেছে, একটি ধর্মীয় অনুষ্ঠান সেরে ফেরার পর গাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেইসময়ই প্রচুর মানুষ ঘিরে ধরেন তাঁকে।


আচমকাই তাঁর কাছে চলে আসেন কয়েকজন। তাঁকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ। ধাক্কায় গাড়ির দরজা বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। চোট লেগে তাঁর পা-ও ফুলে গেছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় পুলিশও সেই সময় কাছাকাছি ছিল না বলেও তাঁর অভিযোগ। তাঁকে কলকাতায় SSKM-এ নিয়ে আসা হচ্ছে।

Share it