আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে পুরোদস্তুর প্রচার শুরু করেছে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কাউন্সিল বা NFITUC। বৃহস্পতিবার নিউজ ওয়েভ ইন্ডিয়াকে একথা জানিয়েছেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকারীন সভাপতি অয়নজিৎ সেন।

তিনি বলেন, বিগত ১০ বছর তৃণমূল কংগ্রেসের শাসনকালে রাজ্যে যে দুর্নীতি ও অনাচার বাসা বেঁধেছে শাসকদলের রন্ধ্রে রন্ধ্রে, তা এবার দূর করতে বদ্ধপরিকর ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কাউন্সিল। সেইসঙ্গে রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও শিল্পস্থাপনে BJP যে বিশেষ জোর দিচ্ছে তাও জানিয়েছেন অয়নজিৎ সেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে প্রচারে গিয়ে আঘাত পাওয়ার ঘটনাকে পুরোটাই আবেগের রাজনীতি বলে কটাক্ষ করেছেন তিনি। অয়নজিৎ বাবুর দাবি, “এভাবে ভোটে জেতা যায় না। বাংলার মানুষ সব বোঝে।”
দেখুন ভিডিও:
সাংবাদিকদের মুখোমুখি হয়ে NFITUC রাজ্য় সম্পাদক সম্রাট চক্রবর্তী জানিয়েছেন, “ভারতীয় জনতা পার্টি শ্রমিকদের উন্নয়নে যে কাজ করছে, এই সংগঠন সেটাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।”
দেখুন ভিডিও:
NFITUC রাজ্য় সাধারণ সম্পাদক অমিত কুমার দাশগুপ্ত বলেন, আগামী দিনে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রগুলিকে তাঁরা শ্রমিক সংগঠনের ছত্রছায়ায় নিয়ে আসতে চান। বাংলার শ্রমিকদের পাশে BJP-এর এই ট্রেড ইউনিয়ন সংগঠন সর্বদা পাশে থাকবে বলেও দাবি করেছেন অমিত বাবু।
দেখুন ভিডিও:
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অরাজনৈতিক হিন্দুত্ববাদী সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও বিশিষ্ট আইনজীবী গোপাল মণ্ডল। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বর্তমানে জেহাদি শক্তির ক্রমবর্ধমান উত্থান ঘটছে। এই পরিস্থিতিতে তাঁরা ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে তাঁরা এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন তিনি।
দেখুন ভিডিও:
এদিন BJP-তে যোগদান করেন অভিনেতা নিলয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “বাংলা থেকে প্রতিভাবান তরুণরা জীবিকার খোঁজে অন্য রাজ্যে চলে যাচ্ছে। বর্তমান শাসকদল এই পরিস্থিতিতে চোখ বুজে রয়েছে। আগামীদিনে BJP ক্ষমতায় এলে রাজ্যে উপযুক্ত পরিকাঠামো গড়ে তরুণ প্রতিভাদের বাইরে চলে যাওয়া আটকানোর চেষ্টা করবে।”
দেখুন ভিডিও: