নিউজ ওয়েভ ইন্ডিয়া: মুসলিম ব্যক্তিকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জ্বয়নীতে। এই ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
उज्जैन की घटना के मामले में दोनों आरोपी कमल और ईश्वर गिरफ्तार.. @ABPNews https://t.co/Mz65vSRVWL
— Brajesh Rajput (@brajeshabpnews) August 29, 2021
ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মুসলিম ব্যক্তিকে জয় শ্রীরাম বলার জন্য শাসাচ্ছে দুই যুবক। কিন্তু, ওই ব্যক্তি কিছুতেই বলতে রাজি না হওয়ায় রীতিমত আঙুল তুলে তাঁকে হুমকি দিতেও দেখা যায়। এমনকী ওই ব্যক্তিকে ধাক্কা ও মারধরেরও অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ‘জয় শ্রীরাম’ বলার পর ছেড়ে দেওয়া হয় ওই মুসলিম ব্যক্তিকে।
ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছে শিবরাজ সিং চৌহানের BJP সরকারের দিকে।