এবার তালিবান সন্ত্রাসের বলি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। সেদেশের অত্যন্ত প্রতিভাবান স্বনামধন্য লোকসংগীত শিল্পী ফাওয়াদ আন্দারাবিকে খুনের অভিযোগ উঠল তালিবানের বিরুদ্ধে। এর আগে কৌতুক শিল্পী নাজার মহম্মদকে খুন করেছিল আফগানিস্তানে ক্ষমতাসীন জঙ্গি গোষ্ঠী। খুন করে তাঁর দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তালিবান।
This majestic Afghan singer Fawad Andarabi brutally KILLED by the so called ‘Good’ Taliban in Andarabi #Afghanistan. As per Taliban‘Music’ is HARAM in Islam !
Will any Taliban supporter libru utter a word 🤔? I doubt https://t.co/HxnfVvliiZ— Major Surendra Poonia (@MajorPoonia) August 29, 2021
আফগানিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ আন্দারাবি স্থানীয় এক সংবাদমাধ্যম আসভাকা নিউজ কে জানিয়েছেন, আন্দারাব উপত্যকার খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী ছিলেন ফাওয়াদকে তালিবানরা খুন করেছে। গোটা আফগানিস্তান জুড়ে শিল্পীদের খুঁজে বার করে তাঁদের উপর হামলা চালাচ্ছে তালিবান। বিশেষ করে আন্দারাব অঞ্চলে তালিবানের হামলার মুখে পড়তে হচ্ছে শিল্পীদের।
স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদকে শনিবার বাড়ি থেকে টেনে বার করে খুন করে তালিব জঙ্গিরা। কাবুল দখলের পর সঙ্গীতকে নিষিদ্ধ করেছে তালিবান। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছিলেন, “ইসলামে সঙ্গীত কঠোর ভাবে নিষিদ্ধ। সঙ্গীত থেকে তাই দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আফগানদের।”