MP Lynching
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন পাওয়া গেল মধ্যপ্রদেশের নিমচ এলাকায়। চোর সন্দেহে এক আদিবাসী যুবককে গণপ্রহার করা হল প্রকাশ্যে। এখানেই শেষ নয়। এরপর পায়ে দড়ি বেঁধে পিক আপ ভ্যানের পিছনে দড়ি বেঁধে ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে যাওয়া হল রাস্তা দিয়ে। প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় মৃত্যু হয় ওই আদিবাসী যুবকের। এই ঘটনার Video ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শাসনাধীন BJP সরকারের দিকেই আঙুল তুলেছেন বিরোধীরা।


এই ঘটনায় শিবরাজ সিং চৌহানকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি। সরকারকে জরুরি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।


গণপ্রহারের ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে ধৃতদের মধ্যে একজনের স্ত্রী সরপঞ্চ।

Share it