Rape
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাইসুরু গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে পাঁচ অভিযুক্ত। তবে এখনও নিখোঁজ ষষ্ঠ অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই তামিলনাড়ুর ত্রিপ্পুর জেলার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। তাদের মধ্যে একজন অভিযুক্ত নাবালক বলেই অনুমান পুলিশের।


কর্ণাটকের DGP প্রবীন সুদ জানিয়েছেন, ‘গণধর্ষণ এবং নির্যাতিতার প্রেমিকের উপর নৃশংস অত্যাচারের অপরাধে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’ এর আগে কর্ণাটকের এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ঘটনায় কোনওরকম পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছিল। এ প্রসঙ্গে প্রবীন সুদের সাফাই, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর। আমাদের টেকিনিক্যাল এবং বৈজ্ঞানিক তথ্যপ্রমানের উপর ভিত্তি করে এগোতে হচ্ছে।’

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায়। মাইসুরুর মহীসুরের ২২ বছরের এক ছাত্রী ও তাঁর পুরুষ সঙ্গীকে নিয়ে রাতে বাড়ি ফেরার সময় এক নির্জন স্থানে তাঁদের ঘিরে ধরে ৬ জন। তাঁদের কাছে টাকাপয়সা দাবি করা হয়েছিল। কিন্তু, ওই যুগল টাকা দিতে অস্বীকার করায় তরুণীকে গণধর্ষণ করা হয়। পুরুষ বন্ধুকে বেধড়ক মারধর করে ছ’জন।

Share it