Binod Dua (File Photo)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশিষ্ট প্রবীণ সাংবাদিক বিনোদ দুয়ার জীবনাবসান। দিল্লির একটি হাসপাতালে ICU -তে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তিনি শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭।

বছরের গোড়ার দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী পদ্মাবতী। চলতি বছরের ১১ জুন মারা যান স্ত্রী। বিভিন্নরকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বিনোদ দুয়াও। কয়েক মাস আগে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার তাঁর মেয়ে অভিনেত্রী মল্লিকা দুয়া সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবর জানান। রবিবার দুপুরে দিল্লির লোধি গ্রাউন্ড শ্মশানে বিনোদ দুয়ার শেষকৃত্য হবে বলে তিনি জানান।


বিদ্যুতিন টিভি সাংবাদিকতার আইকন মানা হয় বিনোদ দুয়াকে। দীর্ঘদিন দূরদর্শনে কাজ করার পাশাপাশি পরবর্তী সময়ে NDTV-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন ডিজিটাল গণমাধ্যম এবং চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন।

Share it