নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের বিদেশ ফেরত এক যাত্রীর দেহে মিলল Omicron-এর সন্ধান। তানজানিয়া থেকে দিল্লিতে আসা যাত্রীকে এই মুহূর্তে LNJP হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যাত্রী করোনা ভাইরাসের নয়া স্ট্রেনে আক্রান্ত বলে রবিবার জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
এই নিয়ে দেশে মোট Omicron আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫। চারটি রাজ্যে থাবা বসিয়েছে Omicron। এর আগে কর্নাটক, গুজরাট এবং মহারাষ্ট্রে চারজনের দেহে মিলেছিল করোনার এই নয়া স্ট্রেন।
First Covid Omicron case in Delhi after Tanzania returnee tests positive; 5th in India
Read @ANI Story | https://t.co/xrgeZal3K5#COVID19 #OmicronVariant pic.twitter.com/0iTLAvQSXx
— ANI Digital (@ani_digital) December 5, 2021
এদিকে রবিবার দেশের কোভিড সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আট হাজার ৮৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৯৯ হাজার ১৫৫।