নিউজ ওয়েভ ইন্ডিয়া: ২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে কুপোকাত করে যতই ২০০ আসন টপকে যাক না কেন, কলকাতা পুরসভা নির্বাচনে BJP সহ বিরোধীদের একচুলও জমি ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা নির্বাচনে দলের হয়ে প্রচারের নামবেন স্বয়ং দলনেত্রী। এমনই জানাচ্ছে তৃণমূলের একটি সূত্র।
ওই সূত্র মারফত আরও জানা গেছে, আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা এলাকায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ ডিসেম্বর যাদবপুর ও টালিগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাঘাযতীন যুব সংঘের মাঠে জনসভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর, নির্বাচনী প্রচারের শেষ দিনে এবং বেহালা পশ্চিমের ২১টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নিয়ে জনসভা করতে পারেন বেহালা চৌরাস্তার মোড়ে।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ২১ ও ২২ তারিখ।