নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ। শিল্প-সংস্কৃতির দুনিয়ার ফের শোকের ছায়া নেমে এল। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতাজনিত কারণে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। আশি পেরিয়ে জীবনকে বিদায় জানালেন বাংলার সংস্কৃতি জগতের অন্যতম জনপ্রিয় এই শিল্পী।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌরী ঘোষের আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
বুধবার রাত থেকেই গৌরীর অবস্থার অবনতি হয় বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দিন কয়েক আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শেষ কিছুদিন তাঁকে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। গৌরী ঘোষের আকস্মিক প্রয়াণে স্তব্ধ সংস্কৃতি মহল।বাচিক শিল্পী স্বামী পার্থ ঘোষের সঙ্গে তাঁর জুটি বেঁধে কবিতা, নাটক পরিবেশন অনেকেরই চিরস্মরণীয় হয়ে থাকবে।
কবি সমীর চক্রবর্তী রচিত ও কিংবদন্তি সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের সুরারোপিত গীতিনাট্য ‘কালিদাস ও মালিনী’তে পার্থ ঘোষের সঙ্গে তাঁর অসাধারণ ভাষ্যপাঠ শ্রোতাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে চিরকাল।
রেডিয়োয় উপস্থাপক হিসেবে আবৃত্তিকার দম্পতি পার্থ-গৌরীর পেশাজীবন শুরু। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন।