Gangrape
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুরুষ বন্ধুর সঙ্গে রাতে বাড়ি ফিরলেন এক ছাত্রী। সেই সময় ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে কর্নাটকের পাহাড়ি শহর মাইসুরুতে। মারধর করা হয় তাঁর পুরুষ সঙ্গীটিকেও। এই ঘটনায় দোষীদের কাউকে রেহাই দেওয়া হবে না বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

মঙ্গলবার রাতে পুরুষ সঙ্গীর সাথে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। অভিযোগ, সেইসময় তাঁদের ঘিরে ধরে ৬ ব্যক্তি। তাদের কাছে টাকা পয়সাও দাবি করা হয় বলে অভিযোগ। ছাত্রীটি ও তাঁর সঙ্গী তা দিতে রাজি না হওয়ায় তাঁকে গণধর্ষণ করা হয়। অভিযোগ, মারধর করা হয়েছে নির্যাতিতার বন্ধুকেও। অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে। ঘটনার পর থেকেই পলাতক তারা।

তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কড়া ভাষায় দোষীদের হুঁশিয়ারি দিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আমার সরকার এটিকে খুবই গভীরতার সঙ্গে দেখছে। দোষীদের শিগিগিরই ধরা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” নির্যাতিতা ন্যায় বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Share it