নিউজ ওয়েভ ইন্ডিয়া: বন্দুক হাতে ভিডিও পোস্ট করে বিপত্তি। শাস্তির মুখে মহিলা পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি ও Video পোস্ট করেন প্রিয়াঙ্কা মিশ্র। অসংখ্য ফলোয়ারও রয়েছে তাঁর। তবে এবারের ভিডিও বানাতে গিয়ে সত্যি বিপদে পড়লেন এই সুন্দরী অফিসার। তাঁর এই ভিডিওটি ভাইরাল হয়েছে। দেখুন ভিডিওটি।
#Lucknow: A woman constable has been sent to lines for uploading her video with a firearm. Priyanka Mishra is a trainee constable & regularly posts her photographs on social media.
Senior Superintendent of Police Muniraj G. has also ordered a departmental probe into incident. pic.twitter.com/6vBLxTi1NA
— IANS Tweets (@ians_india) August 26, 2021
ভিডিওটিতে দেখা যাচ্ছে এই সিনেমার সংলাপ অভিনয় করে বলছেন প্রিয়াঙ্কা মিশ্র। কিন্তু, তাঁর হাতে পিস্তলটি আসল। এইভাবে প্রকাশ্যে বন্দুক দেখানো দেশের আইন অনুযায়ী অপরাধের মধ্যেই পড়ে। ফলে শাস্তির খাঁড়া নেমে এসেছে তাঁর ওপর। সিনিয়র সুপারেন্টেন্ড মুনিরাজ জি এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।