Kabul Blast
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে। অসমর্থিত সূত্রের খবর, ১৩ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহত অসংখ্য। এদের মধ্যে ব্রিটিশ ও আমেরিকান সেনাও রয়েছে।


বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল তার ঠিক বাইরে এই বিস্ফোরণ ঘটে। পেন্টাগনের এক মুখপাত্র জন কারবি বলেছেন, নিহতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বেশ কিছু সাধারণ নাগরিক মানুষ রয়েছেন।

তালিবান সূত্রে দাবি, বিস্ফোরণে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে তালিবানের একজন কর্মকর্তা বলছেন।

বিস্ফোরণের পর যেসব ভিডিও এবং ছবি নেটো প্রকাশিত হয়েছে তাতে বহু লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণস্থল থেকে বহু আহত ব্যক্তিদের সরিয়ে নিতে যাওয়া হচ্ছে।

বিবিসি সূত্রে জানা গেছে, প্রথম হামলার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। রয়টার্স সংবাদ সংস্থার খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন তাঁকে কাবুল বিমানবন্দরের এই হামলা সম্পর্কে খবর দেওয়া হয়। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

Share it