kabul blast
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আন্তর্জাতিক মহলের গোয়েন্দাদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। কাবুল জঙ্গি হামলার আশঙ্কাই সত্যি হল। কাবুল বিমানবন্দরের বাইরে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। জানা গেছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। জখম দেড়শোরও বেশি। নিহতেদর মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছেন।


গভীর রাতে বিস্ফোরণের দায় নিয়েছে ইসলামিক স্টেট (IS)। এর আগে তালিবানও এক বিবৃতি দিয়ে দাবি করে, এই হামলা আইএসেরই কাজ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বিমানবন্দরের কাছে পর পর দু’টি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে কাবুল। রাতে বিভিন্ন সূত্রে দাবি করা হয়, বিস্ফোরণ হয়েছে অন্তত ৬টি। গুলির লড়াইও চলছে বলে খবর।

প্রথম বিস্ফোরণটি হয় হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের ‘অ্যাবি গেটের’ সামনে। এই ফটক দিয়েই এখন বিমানবন্দরের ভিতরে ঢুকছেন দেশ ছাড়ার অনুমতি পাওয়া মানুষেরা। দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দরের খুব কাছেই ব্যারন হোটেলের সামনে। এই হোটেলে এখন ব্রিটিশ নাগরিকেরা রয়েছেন। বিমানবন্দরের সামনে বিস্ফোরণের পরে একাধিক দুষ্কৃতী সেখানে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

গত কয়েক দিন ধরে পেন্টাগন যে কোনও মুহূর্তে কাবুলের হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছিল। এদিকে
কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের সঙ্গে জড়িতদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন বিস্ফোরণে জড়িতদের ক্ষমা করা হবে না। বিস্ফোরণকারীদের মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে বিস্ফোরণ হলেও আফগানিস্তান থেকে আমেরিকানদের ফিরিয়ে আনার কাজ চলবে বলে জানিয়েছেন বাইডেন। তবে ৩১ অগস্টের সময়সীমা নিয়ে এ দিন কোনও মন্তব্য করেনি মার্কিন প্রেসিডেন্ট।

Share it