Assam Blast
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবার অসম। ভারতের উত্তর-পূর্ব এই রাজ্যে এবার জঙ্গি হামলায় কমপক্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১জন। বৃহস্পতিবার রাতে কয়েকটি ট্রাকে এলোপাথারি গুলি চালায় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির Dimasa National Liberation Army (DNLA) সদস্যরা। পরে ট্রাকে আগুনও ধরিয়ে দেয় তারা। হামলার ঘটনাটি ঘটে অসমের দিমা হাসাও জেলার দয়াঙ্গমুখে।


অসম পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হামলা চালায় DNLA জঙ্গিরা। প্রথমে লরিগুলিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়, পরে সেগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। লরিগুলি স্থানীয় একটি সিমেন্ট কোম্পানির। ঘটনায় যে ৫ জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই হয় ওই লরিগুলির চালক নাহয় খালাসি। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

অসমে DNLA-এর মতো বহু ছোটখাটো বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, যারা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করছে। অসম সরকার অধিকাংশকেই দমন করতে সক্ষম হলেও DNLA-এর মতো এই ছোট গোষ্ঠীটিই আপাতত অসম সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Share it