bridge-collapse
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। অনেক জেলাতেই পাহাড়ি নদী বিপদ সীমার ওপর দিয়ে বইছে। ধস নেমে রাস্তা বন্ধের পাশাপাশি প্রাণহানিও ঘটছে বিস্তর। এরই মাঝে সেতু ভেঙে বিপর্যস্ত Dehradun-Rishikesh highway।


সেই সেতু ভাঙার ভিডিও ধরা পড়েছে সংবাদ সংস্থা ANI-এর ক্যামেরায়। তবে সেতু ভাঙলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রানিপোখারিতে জখন নদীর ওপর Dehradun-Rishikesh highwayতে সেতুর মাঝের অংশ প্রবল বৃষ্টির কারণে ভেঙে পড়েছে।

Share it