নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষে ভারতেও দেখা মিলল Omicron ভ্যারিয়েন্টের। কর্নাটকের বাসিন্দা দুই ব্যক্তির দেহে করোনার নয়া রূপের হদিশ মিলেছে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের মধ্যে এক জন ৬৬ বছরের পুরুষ, অন্যজন জন ৪৬ বছরের এক মহিলা। আক্রান্তদের ‘কনট্যাক্ট ট্রেসিং’-ও করা হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর।
এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে ওমিক্রনের অস্তিত্বের হদিশ মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৩ জন। তবে সরকারের দাবি, এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্ত রোগীদের প্রায় সকলেরই মৃদু উপসর্গ ধরা পড়েছে। মারাত্মক কোনও উপসর্গের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি।
কোভিড-এর এই নতুন রূপ Omicron কে নিয়ে ইতিমধ্যেই বিশ্ব জুড়েই উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-ও। ইতিমধ্যেই ভারত-সহ একাধিক দেশ আন্তর্জাতিক বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে। সীমান্ত বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ অনেক দেশ।