Cyclone Jawad
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। যার ফলে বাংলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ৫ ডিসেম্বর পুরী উপকূলে আছড়ে পড়তে পারে জাওয়াদ। এরপর তা ধীরে ধীরে দুর্বল হলেও ক্রমশ বাংলার উপকূলবর্তী এলাকায় এগিয়ে আসবে।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে ইতিমধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় আকাশ মেঘলা। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। হলুদ সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামেও। বৃষ্টি চলবে কলকাতায়। আবহাওয়া অফিসের পূর্বাভাস ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন। ১২টি জেলায় NDRF টিম মোতায়েন করা হয়েছে। কলকাতায় জলনিকাশের জন্য অতিরিক্ত পাম্পের বন্দোবস্ত করা হয়েছে। চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Share it