Prashant Kishore
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বুধবারই UPA-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার বক্তব্যকে সমর্থন করে পাশে দাঁড়ালেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে একটি টুইট করেছেন তিনি। লিখেছেন, ‘কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া কোনও একটি ব্যক্তির ভগবান প্রদত্ত অধিকার হতে পারে না…এই মুহূর্তে বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে তা নির্ধারিত হোক গণতান্ত্রিক উপায়ে।’

দিল্লির কুর্শিকে লক্ষ্য রেখে আপাতত গোটা দেশে নিজেদের শক্তি বৃদ্ধির দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। জাতীয় স্তরে তৃণমূলের এই উত্থানের নেপথ্যে অন্যতম কারিগর প্রশান্ত কিশোরের হাত দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। মুম্বইতে আদিত্য ঠাকরে-শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক জাতীয় রাজনীতেও বড় প্রভাব ফেলেছে। পাওয়ারের সঙ্গে বৈঠকের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘UPA আবার কী! UPA বলে কিছু নেই এখন।’ এতেই ক্ষুব্ধ হন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।


এই প্রেক্ষিতে প্রশান্ত কিশোরের নতুন টুইট যথেষ্ট অর্থবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। PK লিখেছেন, ‘এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের কার্যকারিতা, শক্তিশালী বিরোধিতার জন্য প্রয়োজনীয়। কিন্তু, কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া কোনও এক ব্যক্তির ভগবান প্রদত্ত অধিকার হতে পারে না, বিশেষত যখন গত ১০ বছরে দল যখন ৯০ শতাংশেরও বেশি নির্বাচনে হেরেছে। এই মুহূর্তে বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে তা নির্ধারিত হোক গণতান্ত্রিক উপায়ে।’

Share it