TMC Leader spreading money at Mujra party
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: নাচের আসরে নোটের তাড়া খুলে তরুণীর মাথায় টাকা ছড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। সেই ব্যক্তি একজন তৃণমূল নেতা। এই ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল নেতা বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপকুমার ভকত ওরফে বাবলু। ভিডিও প্রকাশ্যে আসতেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। তবে খোদ তৃণমূল নেতা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

মুজরা আসরের মতো নাচের সঙ্গে তৃণমূল নেতার টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বীরভূমে। সুসজ্জিত ঘরে এইভাবে আসর বসিয়ে তৃণমূল নেতার টাকা ছড়ানোর বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তবে ওই ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো না নতুন বা স্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা নিজেই। তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত এই ভিডিও প্রসঙ্গে জানান, এটি সাম্প্রতিক কোনও ঘটনা নয়। নাচের কোনও আসর বা মুজরা নয়। সাড়ে তিন মাস আগে তাঁর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে নাচ গানের জন্য অর্কেস্ট্রা ভাড়া করা হয়েছিল।

তিনি বলেন, “আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে এমন চল রয়েছে। কিছু দিন বীরভূমে মুরারই রাজগ্রামে একটি ঝমেলা হওয়ায় রাজগ্রামে কিছু লোক অপবাদ করার জন্য এই ভিডিয়ো ভাইরাল করেছে।”

বিতর্কিত ভিডিও নিয়ে কড়া সমালোচনা করেছে বিরোধী দল বিজেপি। বিজেপি নেতা শুভাশিস চৌধুরীর বলেন, “এই ঘটনা তৃণমূলের সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে মিলে গেছে কোনও সন্দেহ নেই। তৃণমূল যেমন দল তাদের নেতাদের কার্যকলাপও তেমনি সামঞ্জস্যপূর্ণ।”

Share it