Nabanna
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইউক্রেনে পশ্চিমবঙ্গের কতজন বাসিন্দা আটকে রয়েছেন, তা নিয়ে এখনও কোনও সুস্পষ্ট ধারণা নেই নবান্নের। তাই এ বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে নবান্ন। যত দ্রুত সম্ভব নিজের নিজের জেলার কতজন বাসিন্দা ইউক্রেনে আটকে রয়েছেন, সেই সম্পর্কে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

সূত্রের খবর, কেন্দ্রের সঙ্গে এ বিষয় নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন নবান্নের শীর্ষ কর্তারা। জেলাশাসকদের কাছে ইউক্রেনে আটকে থাকা স্থানীয় বাসিন্দাদের তথ্য চেয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। নবান্নের কাছে তথ্য এসে পৌঁছলে তা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে। একইসঙ্গে ইউক্রেনে আটকে পড়াদের সহায়তার জন্য নবান্নে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দায়িত্বে রয়েছেন IAS এবং WBCS অফিসার।

ইতিমধ্যে জানা গেছে, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ একাধিক জেলা থেকে বেশ কয়েকজন বাসিন্দা ইউক্রেনে আটকে রয়েছেন। যদিও সঠিক সংখ্যাটা এখনও পর্যন্ত জানা যায়নি। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের পরিবার এ রাজ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন। ইউক্রেন থেকে ভারতে ফেরার বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে কীভাবে বাকি ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো হবে, সে উপায় বের করতে ব্যস্ত রয়েছেন বিদেশ মন্ত্রকের কর্তারা। ঘুরপথে ভারতীয়দের দেশে ফেরানো যায় কিনা, সে নিয়েও চলছে চূড়ান্ত পর্যায়ে আলোচনা।

Share it