নিউজ ওয়েভ ইন্ডিয়া: অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনার্স বা AIFTP-এর উদ্যোগে দু’দিন ব্যাপী পূর্বাঞ্চলীয় জাতীয় কর সম্মেলনের উদ্বোধন হল কলকাতায়। বিষয় “নতুন ট্যাক্স আইনের প্রভাব এবং প্রচার”। অনুষ্ঠানে সারা দেশের 400 টিরও বেশি বিশিষ্ট ট্যাক্স অনুশীলনকারী অংশগ্রহণ করেছিলেন। এই ধরনের জাতীয় সম্মেলন ট্যাক্সেশন প্রফেশনালদের দক্ষতা বজায় রাখার এবং বিকাশের জন্য, তাদের জ্ঞান, দক্ষতা এবং কোর্ট লিটিগেশনের জন্য এবং পেশার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়াতে একটি প্রচেষ্টা।

AIFTP-এর পূর্বাঞ্চলীয় অঞ্চলের জাতীয় কর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনটি উদ্বোধন করেন মাননীয় বিচারপতি শুভ্র কমল মুখার্জি, কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি; খালিদ আজিজ আনোয়ার, কমিশনার, বাণিজ্যিক কর অধিদপ্তর, পশ্চিমবঙ্গ। এছাড়াও উপস্থিত ছিলেন, AIFTP-এর জাতীয় সভাপতি ডিকে গান্ধী, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি মোঃ নিজামউদ্দিন, সম্মেলন সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, সম্মেলন সম্পাদক এবং জাতীয় যুগ্ম সচিব বিবেক আগরওয়াল।
সম্মেলন সম্পাদক এবং AIFTP-এর জাতীয় যুগ্ম সচিব বিবেক আগরওয়াল বলেন, “জাতীয় সম্মেলন কর অনুশীলনকারীদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই ধরনের সম্মেলন পেশাদারদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে।” পাশাপাশি ডঃ অশোক সরফ এবং এনডি সাহার দক্ষ নির্দেশনায়, ফেডারেশন নতুন মাইলফলক অর্জন করেছে এবং নতুন মানদণ্ড স্থাপন করেছে বলেও তিনি বলেন।