Share it

বড়সড় বিদ্যুৎ বিপর্যের মুখোমুখি বাণিজ্যনগরী মুম্বই। টাটার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎহীন মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। মুম্বই, থানে, নবি মুম্বই ছাড়াও আরও বেশ কয়েকটি এলাকা সোমবার সকাল থেকে বিদ্যুৎহীন। সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মুম্বইবাসী। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট-এর তরফে জানানো হয়েছে, টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্পাই ব্যাহত হওয়ার জেরেই এই বিপর্যয়।


মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী নিতিন রাউত বলেছেন, “কালভা-পাডঘা সার্কিট-২ এ যান্ত্রিক গোলযোগের জন্য থানে ও মুম্বইয়ের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎকর্মীরা কাজ করছেন। আশা করা হচ্ছে, দ্রুত সমস্যা মিটে যাবে।”


বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বিপর্যস্ত মুম্বই শহরতলির ট্রেন পরিষেবা। লাইনে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ফলে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে দেখা গেছে যাত্রীদের। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনও। সেন্ট্রাল রেলের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘সকাল ১০টা ৫ মিনিটে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মুম্বই শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।’ যদিও বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যেই স্বাভাবিক রয়েছে স্টক এক্সচেঞ্জ ও বিমানবন্দরের পরিষেবা।

Share it