Share it

আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তথা রাজনৈতিক নেত্রী খুশবু সুন্দর। আজই দুপুর ১.‌৩০ মিনিট নাগাদ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন খুশবু। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা ভোট। তার আগেই ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে দিল BJP। অন্যদিকে ভোটের প্রস্তুতিতে বড় ধাক্কা খেল কংগ্রেস।


খুশবু পদত্যাগ করতেই সোমবারই তাঁকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে কংগ্রেস। হাত-সঙ্গ ছাড়ার পরেই পুরনো দলকে আক্রমণ করে খুশবু বলেন, “‌দলে শীর্ষস্থানীয় কয়েকজন ইচ্ছামতো একনায়কতন্ত্র চালাচ্ছেন আর যাঁরা সত্যিই দলের জন্য কাজ করেন তাঁদের দমন করা হচ্ছে।”


শুধু অভিনেত্রী হিসেবেই নয়, রাজনৈতিক নেত্রী হিসেবেও তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যেও তাঁর জনপ্রিয়তা ছিল অসীম। তাই তাঁর দলত্যাগ নিঃসন্দেহে তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসের কাছে বড় ধাক্কা। অন্যদিকে দক্ষিণ ভারতের এই রাজ্যে নিজেদের ক্ষমতা বৃদ্ধির মরিয়া চেষ্টা চালাচ্ছে BJP। খুশবুর গেরুয়া শিবিরে যোগদান তাদের পক্ষে লাভজনক হবে বলে মনে করছে দলের শীর্ষমহল।

Share it