বয়স্ক নাগরিকদের জন্য এবার সুখবর জানাল কলকাতা মেট্রো (Kolkata Metro)। বুধবার থেকে দিনের যেকোনও সময়ে ই-পাস ছাড়াই মেট্রো সফর করতে পারবেন সিনিয়র সিটিজেনরা। সঙ্গে থাকতে হবে শুধু পরিচয়পত্র। এতদিন শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে, কোনও ই-পাস ছাড়া দিনের নির্দিষ্ট সময়ে মেট্রোয় যাতায়াত করতে পারতেন বয়স্ক নাগরিকরা।
মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর দোরগোড়ায় এসে যাওয়ায় মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে তারা বয়স্কদের জন্য এই পরিষেবা দিতে পারবেন। দিনের ব্যস্ত সময়েও যদি বয়স্করা যাতায়াত করেন, তাতেও কোনও সমস্যা হবে না। তাই কলকাতা মেট্রোরেলের তরফে এই ঘোষণা করা হয়েছে।
পুজোর মুখে যাত্রী ভিড় সামাল দিতে ৪ অক্টোবর রবিবার থেকে চলছে মেট্রো। রবিবার ৫৮ টি মেট্রো চলছে। পাশাপাশি সোমবার থেকেই বেড়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। ১১০টি আপ ও ডাউন মেট্রোর বদলে, সোমবার থেকে মেট্রো চলছে ১১৬টি। আগামী সোমবার থেকে সেই সংখ্যা আরও বাড়ানো হবে। আনলক ৪ অধ্যায়ে মেট্রো চলছিল প্রতি রেকে ৪০০ জন যাত্রী নিয়ে। গত সোমবার থেকে সেই সংখ্যা বৃদ্ধি করে করা হয়েছে ৫৬০ জন। এখন সন্ধ্যায় মিলছে অতিরিক্ত মেট্রো, শেষ মেট্রো দুই প্রান্ত থেকে ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটায়। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।