বেলুড়মঠে এবার পুজোয় ভক্তদের প্রবেশ নিষেধ
Share it

দুর্গাপুজোর চারদিন প্রতি বছর ভক্তদের ঢল নামে বেলুড় মঠে। বিশেষ করে অষ্টমীর কুমারী পুজো দেখতে দূর দূর থেকে অনেকে আসেন এখানে। কিন্তু, এবার বাধ সেধেছে করোনা। রীতি মেনে পুজো হবে বেলুড় মঠে। তবে সেখানে ভক্তদের প্রবেশ নিষেধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত।

তবে পুরোপুরি নিরাশ হওয়ার কোনও কারণ নেই। ভক্তদের আবেগের কথা মাথায় রেখে এবার পুজোর লাইভ স্ট্রিমিং দেখানোর ব্যবস্থা করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। মঠের তরফে ভক্তদের পরামর্শ দেওয়া হয়েছে এই বছর বাড়িতে বসে বেলুড় মঠের দুর্গাপুজো দেখার। তাই পুজোর সময় ক্লিক করতে পারেন মঠের তরফে দেওয়া এই লিঙ্কে – https://www.youtube.com/playlist?list=PLqEnDmU- uEgTvk5nycRuRyHHzHaoNkxl

১৯০১ সালে এখানে দুর্গাপুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। সুতরাং এখানকার পুজোর মাহাত্ম্যই আলাদা। করোনার কারণে এবার ভক্তদের আনাগোনা থাকবে না তাই এবার আর আলাদা করে মঠ চত্বরে মণ্ডপ করা হবে না। মঠের ভিতরে রামকৃষ্ণ মন্দিরে করা হবে পুজোর আয়োজন।

Share it