Share it

জামিন পেলেন মাদক মামলায় ধৃত রিয়া চক্রবর্তী। বুধবার সকালে বম্বে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। তবে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী জামিন পেলেও এখনও জেলে কাটাতে হবে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে আরও এক ধৃত অভিযুক্ত আবদুল পরিহারেরও।

 
২৯ দিন অর্থাৎ প্রায় ১ মাস বাইকুল্লা জেলে কাটালেন মাদক কাণ্ডে NCB-এর হাতে ধৃত রিয়া চক্রবর্তী। বুধবার মুম্বই হাইকোর্টের বিচারপতি এস ভি কোতওয়াইয়ের সিঙ্গল বেঞ্চ রিয়া চক্রবর্তীকে জামিন দেয় ১ লক্ষ টাকার বন্ডে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়। পাশাপাশি জামিনের পর দশ দিন তাঁকে থানায় হাজিরাও দিন হবে। ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। মাদক যোগের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল নারকোটিস কন্ট্রোল ব্যুরো। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। তারপর থেকে বাইকুল্লা জেলেই ছিলেন রিয়া চক্রবর্তী।

Share it