টিটাগড়ে BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল CID। ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ। PTI সূত্রে এই খবর জানা গেছে। প্রথমে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বক্তব্যে অসঙ্গতি মেলার পর মঙ্গলবার সকালে গ্রেপ্তার তাদের করা হয় বলে জানা গেছে।
এদিকে ব্যারাকপুর এবং টিটাগড় পুরসভার প্রশাসক সহ সাত জনের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ এনেছেন মণীশ শুক্লের বাবা চন্দ্রমনি শুক্ল। অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করেছেন BJP নেতা।
রবিবার সন্ধেয় টিটাগড় থানার সামনে গুলি করে খুন করা হয় অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ পাণ্ডেকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা তাঁকে। গুলি করার খবরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতারা। টিটাগড়ে বিটি রোডে শুরু হয় বিক্ষোভ। দলের নেতার মৃত্য়ুর খবরে এরপর আগুন জ্বলে ওঠে টিটাগড় জুড়ে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ। সোমবারই ঘটনার CID তদন্তের নির্দেশ রাজ্য সরকার।