সৌমিত্র চট্টোপাধ্যায়
Share it

করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাোধ্যায়। মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে স্বাস্থ্য অধিকারিকরা জানিয়েছেন।


জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। চিকিৎসকদের পরামর্শে তিনি সোমবার করোনা পরীক্ষা করান। মঙ্গলবার সকালে রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইট বার্তায় তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রূত আরোগ্য কামনা করেছেন।

লকডাউনের পর কিছুদিন আগে থেকে তিনি নতুন করে শুটিং শুরু করেছিলেন। তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি একটি তথ্যচিত্রের কাজে ব্যস্ত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ায় সেই কাজ এখন থমকে গেল।

Share it