তৃণমূল কংগ্রেসের প্রচার
Share it

চার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। কল্যাণী, অশোকনগর, আমডাঙা ও দুবরাজপুরে দলের প্রার্থী বদল করা হয়েছে। এই চার কেন্দ্রে যথাক্রমে পঞ্চম (১৭ এপ্রিল), ষষ্ঠ (২২ এপ্রিল) এবং অষ্টম (২৯ এপ্রিল) দফায় ভোট রয়েছে। যদিও এই প্রার্থী বদল নিয়ে মুখ খোলা হয়নি দলের তরফে।

নদিয়ার কল্যাণীতে তৃণমূলের নতুন প্রার্থী হয়েছেন, অনিরুদ্ধ বিশ্বাস। আগে এই কেন্দ্রে রমেন্দ্রনাথ বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছিল। তিনি কল্যাণীর বর্তমান বিধায়ক। কিন্তু, তাঁকে এবারে প্রার্থী করেও বদল করা হল।

উত্তর ২৪ পরগনার আমডাঙায় প্রার্থী করা হয়েছে রফিকুর রহমানকে। এই কেন্দ্রে আগে প্রার্থী ছিলেন মোস্তাক মোর্তাজা। ২০১১ থেকে ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন রফিকুর। এই জেলারই অপর কেন্দ্র অশোকনগরে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হয়েছেন নারায়ণ ঘোষ। ধীমান রায়ের নাম আগে ঘোষণা করা হয়েছিল দলের তরফে।

বীরভূমের দুবরাজপুরে অসীমা ধীবরের বদলে নতুন প্রার্থী করা হয়েছে দেবব্রত সাহাকে। ২০১৬ থেকে ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন নরেশ বাউড়ি। তাঁকে নিয়ে ক্ষোভ জমা হচ্ছিল এলাকার TMC কর্মীদের মধ্যে। তাই এবারে তাঁকে বিধানসভার প্রার্থীপদের টিকিট দেয়নি দল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে দুবরাজপুর কেন্দ্রে এগিয়ে ছিল BJP।

Share it